Posts

কবিতা

"স্নেহের বাঁধন"

October 27, 2025

Md Jamal Uddin

70
View

মায়ের আঁচল ছায়া, মেয়ের পৃথিবী। স্নেহের পরশে গড়া এক মিষ্টি ছবি। ছোট্ট হাতে আঁকা মায়ের হাসিমুখ, মেয়ের চোখে ভাসে সীমাহীন সুখ।

আদর মাখা গল্পে কাটে দিনমান, মায়ের কোলে মেয়ে খুঁজে পায় প্রাণ। জগতের সেরা গান মায়ের বুলি, দুঃখ ভুলিয়ে দেয় সব পাগলামি।

বড় হয়ে মেয়ে যখন দূরে যায়, মায়ের হৃদয় তবুও কাছে চায়। অদৃশ্য সুতোয় বাঁধা এ যে বন্ধন, অটুট ভালোবাসা, চিরন্তন।

Comments

    Please login to post comment. Login