Posts

গল্প

কারো পায়ে পা লাগলে করণীয়

October 28, 2025

Md. Anwar kadir

50
View

পড়াশোনা শেষ হলে বাসায় যাওয়ার জন্য উঠতে যাবে এমন সময় ছাত্রীর ছাত্রীর মা এসে হাজির। কিছু হয়ত বলবেন। হ্যা। উনার ছোট ছেলেটার বিষয়ে কথা বলতে শুরু করলেন। জিজ্ঞেস করলেন,"তুমি নাকি ওকে সালাম করতে নিষেধ করেছো?"
অলি বুঝতে পেরে একটু হাসলো।
গতকাল অলিকে চা দিতে এসেছিল ছাত্রীর ছোট ভাই। খুব চঞ্চল এবং অস্থির ছেলে। অসাবধানতার কারণে অলির পায়ে ওর পা
লেগে যায়। তখন অলি তাকে এভাবে কাউকে সালাম করতে নিষেধ করেছিল। উনি আসলে ব্যাপারটা বুঝতে চাচ্ছিলেন। কথা বলতে বলতে সেও এসে তার মায়ের পাশে বসেছে। 
তখন অলি উনাকে বললো,"আপনি তো জাননই পায়ে হাত দিয়ে বা কুজো হয়ে সালাম করার ব্যাপারে ইসলামে নিষেধ আছে।"
উনি বললেন,"কিন্তু বাবা। কারো পায়ে পা লাগলে এটা তো আমরাও করে থাকি? এটাই এটাই তো হয়ে আসছে।"
অলি বললো,"এটা ভুল।"
উনি বললেন,"তাহলে সঠিক কি হবে? এছাড়া আর কি করবে?
অলি বুঝিয়ে বললো,"দেখুন। কেউ তো আর ইচ্ছে করে কারো সাথে পা লাগায় না। তারপরও যদি লেগে যায় 'ক্ষমা করে দিবেন' বা 'সরি' বললেই যথেষ্ট। আর কিছু তো করা লাগেনা। বরং ক্ষমা চাইলে সবাই খুশি হবেন মনে করি।"
মুরুব্বি বুঝতে পেরেছেন। হেসে অলিকে ধন্যবাদ জানালেন ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য। উনার ছেলে-মেয়েকেও এই ব্যাপারে এখন থেকে সাবধানতা অবলম্বন করার জন্য বলে দিলেন। 

Comments

    Please login to post comment. Login