টিউশনি শেষ করে উঠবে এমন সময় ছাত্রী অলিকে বসতে বললো। ওর মা আসবেন কথা বলতে। ছাত্রী ভিতরে যেতেই উনি আসলেন। পড়াশোনার আলাপ শেষ করেই জিজ্ঞেস করলেন,"তুমি নাকি তোমার ছাত্রীকে বলেছো, আমার রুমে গেলেও অনুমতি নিতে হবে?"
অলি বললো,"জি বলেছি।"
গতকাল ছাত্রী পড়াশোনার মাঝখানেই উঠে একবার মা-বাবার রুমে গিয়েছিল। তখন অলি তাকে এই কথা বলেছিল।
উনি বললেন,"মায়ের রুমে গেলেও অনুমতি নিতে গেলে সেটা একটু কেমন শোনা যায়না?"
এমন সময় ছাত্রী আর তার ছোট ভাই এসে পাশে দাঁড়িয়েছে।
অলি বললো,"আপনার কথায় যুক্তি আছে। আসলে কারো রুমের প্রাইভেসির বিষয়টি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। "
মুরুব্বি আরো কিছু শুনতে চাচ্ছেন। অলি বললো,"আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে সব সময় যে অনুমতি নেয়ার প্রয়োজন আছে সেটা আমিও মনে করিনা। তবে আপনার ছেলে ৮ম শ্রেনণতে পড়ে আর মেয়ে এইচএসসি পরীক্ষা দিব। ওরা প্রাইভেসি জিনিসটা বোঝার মতো বড় হয়েছে বলে মনে করি।"
মুরুব্বি কিছু বলছেন না। মনোযোগ দিয়ে শুনছেন।
অলি আবার বললো,"মা-বাবা যখন আলাদা রুমে আছে তখন অবশ্যই দরজায় নক করে অনুমতি নেয়া উচিত।"
এবার শুধু যে বুঝতে পেরেছেন এটাই না, মনে হয় কষ্টও পেয়েছেন।
অলি বলতে শুরু করলো,"এটা হাদিসে আছে। নবীজি সা: কে একজন সাহাবী আলাদা করে মায়ের রুমে যাওয়ার ব্যাপারে কেন অনুমতি নিতে হবে তা জিজ্ঞেস করেছিলেন। নবীজি সা: বলেছিলেন, আমরা যেন আমাদের মাকে অস্বস্তিতে না ফেলে দিই।"
উনি বললেন,"তোমার কথা ঠিক। কিন্তু বাচ্চাদের কে শেখাবে?"
অলি বললো,"আপনারাই শেখাবেন। আপনারা মা-বাবা, আপনারাই তো আসল শিক্ষক। শুধু মা-বাবাই নয়, কেউ যখন কোন কাজ করে সেখানে ভেতরে প্রবেশ করার পূর্ব অবশ্যই অনুমতি নেয়া প্রয়োজন। না হলে তার কাজের মধ্যে মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে।"
মুরুব্বি বললেন,"তোমার কথায় যুক্তি আছে বাবা। অনেক সময় কোন অতিথি আসলে বাচ্চারা না বলে তার রুমে কিছু না বলেউ চলে যায়, উনারা অস্বস্তিতে পড়ে যান। একই ঘটনা আমরা কারো বাসায় বেড়াতে গেলে আমাদের সাথেও হয়। তাই এটা একটা জরুরি বিষয়।"
অলি উল্লেখ করলো,"আপনি খেয়াল করলে দেখবেন, এদেশে বড়রাও স্বামী-স্ত্রীর রুমে ঢুকে পড়ে তাদের অস্বস্তিতে ফেলে দেয়। অথচ দরজায় একবার নক করে অনুমতি নিলেই হয়।"
উনি বললেন,"ধন্যবাদ বাবা। এটা একটা ভালো কথা বলেছো।"
অলি চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে৷ দাঁড়িয়ে উঠে বললো,"সবচেয়ে বড় কথা, কারো প্রাইভেসি রক্ষা করা ইসলামের শিক্ষা। এটা আমাদের মনে রাখা উচিত।" ছাত্রী এবং তার ছোট ভাইও এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল৷ ওরাও হয়ত বুঝতে পেরেছে।
47
View