আমার বাবা, আমার আকাশ, আমার বিশাল ছায়া, যাঁর নিঃশব্দ ভালোবাসায় লুকিয়ে থাকে মায়া। অক্লান্ত পরিশ্রম যাঁর, আমাদেরই সুখের তরে, সবকিছু আগলে রাখেন, একাই জীবন ভরে।
কষ্ট হলেও মুখে হাসি, মনে কোনো দ্বিধা নেই, আমাদের জন্য তিনি সব দিতে পারেন সই। প্রথম চলার পথে হাত, আজও আছেন পাশে, নিরাপদ আশ্রয় তিনি, যত ঝড়ই আসুক শেষে।
বাবা মানে বিশ্বাস আর নির্ভরতার নাম, এই ভালোবাসার কাছে তুচ্ছ সকল দাম। ভালো থেকো, বাবা আমার, সুখে কাটুক দিন, তোমার কাছেই আমি চিরকাল ঋণী।