Posts

কবিতা

ময়ূরের পাখা

October 29, 2025

Md. Anwar kadir

49
View

ময়ূরের আছে এত সুন্দর দুটো
পাখা যা সবাইকে আকর্ষণ করে,
বিমোহিত করে।
এই পাখার জোরেই সে নিজেকে 
পাখি হিসেবে পরিচয় দিতে পারে।
তবে এই পাখা কি তাকে 
আকাশে-বাতাসে উড়িয়ে
নিয়ে যেতে পারে?

কিংবা তাকে অন্য পাখিদের মতো

স্বাধীনতার স্বাদ দিতে পারে পেরেছে?
উত্তর অবশ্যই, “না!”
এত সুন্দর পাখার জন্যই কি-না 
তাকে খাচায় বন্দী হয়ে 
মানুষের মনোরঞ্জন করতে হয়!

Comments