ময়ূরের আছে এত সুন্দর দুটো
পাখা যা সবাইকে আকর্ষণ করে,
বিমোহিত করে।
এই পাখার জোরেই সে নিজেকে
পাখি হিসেবে পরিচয় দিতে পারে।
তবে এই পাখা কি তাকে
আকাশে-বাতাসে উড়িয়ে
নিয়ে যেতে পারে?
কিংবা তাকে অন্য পাখিদের মতো
স্বাধীনতার স্বাদ দিতে পারে পেরেছে?
উত্তর অবশ্যই, “না!”
এত সুন্দর পাখার জন্যই কি-না
তাকে খাচায় বন্দী হয়ে
মানুষের মনোরঞ্জন করতে হয়!