Posts

কবিতা

নারী ও নদী

October 29, 2025

Md Jamal Uddin

135
View

নদী বয়ে যায় নীরবে, যেন এক চিরচেনা নারী,
বুকের ভেতর স্রোত লুকিয়ে রাখে—বেদনা ভারী।
জোয়ারে হাসে, ভাটায় কাঁদে, তবু থামে না পথ,
সব হারিয়েও দেয় সে সান্ত্বনা, ভালোবাসার রথ।

নারীও তেমনি, নীরবে বইছে শত যন্ত্রণার ধারা,
তবু মুখে হাসি, চোখে স্বপ্ন, বুকভরা সংসার-পারা।
নদী যেমন দেয় জীবন, ভাসায় নৌকা আশা,
নারীও তেমনি গড়ে তোলে, ভালোবাসার ভাষা।

দু’জনেই জানে ত্যাগ মানে কী,
দু’জনেই বোঝে প্রবাহ মানে জীবনের রীতি।
একজন মাটির বুকে, অন্যজন হৃদয়ের তীরে—
নারী আর নদী, দু’জনেই অনন্ত নীরব নীড়ে।

Comments

    Please login to post comment. Login

  • Md Jamal Uddin 2 months ago

    একজন মাটির বুকে, অন্যজন হৃদয়ের তীরে