Posts

কবিতা

দুর্বল পাথর

October 30, 2025

Md. Anwar kadir

116
View

লোহার আঘাতে পাথর
টুকরো টুকরো হয়ে যায়!
স্রোতে ভাসতে ভাসতে পাথর
বালির গুড়ো হয়ে যায়!
এমনকি বাতাসের আঘাতেও 
পাথর ক্ষয়ে ক্ষয়ে যায়!
আবার দুর্বল পাথরের বুক চিড়ে 
কখনো বেড়িয়ে আসে ঝর্ণা!
অথচ ভয়, শংকা, আশংকা 
কিংবা অনিশ্চয়তার মাঝেও  
মানুষকে অনাগত সুখের আশায়
দৃঢ় পায়ে এগিয়ে যেতে হয়!

Comments

    Please login to post comment. Login