এ গল্পের কোন অস্তিত্ব নেই। এটা একটা কল্পনা মাএ।এই গল্পের সাথে কারো মিল আছে কিনা আমার জানা নেই।এটি একটি বাজার নিয়ে লেখা। যেখানে ছোট শিশুদের ক্রয় বিক্রয় করা হয়।
জাহান একজন মহিলা, তার দুই মেয়ে স্বামী বেঁচে নেই। মেয়েদের লেখাপড়া করে খুবই ভালো ঘরে বিয়ে দেয়। বিয়ে হওয়ার পর মেয়েরা তাদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পরে,কিন্তু জাহান একা হয়ে যায়। তার মোটামুটি টাকা পয়সা আছে। এখন পারিবারিক ও সামাজিক কারণে নিজে বিয়ে করতে পারে না।তার বয়স ৫০ বছর, বিয়ে করলে আবার সেই পারিবারিক, সমাজ ওসামাজিকতা এগুলো জাহানের কাছে ভয়ংকর বিষয়। তাই সে চিন্তা করে এখন যদি আমার একটা ছেলে শিশু থাকতো তাহলে তাকে নিয়ে বাকি যতটা দিন বাঁচা যায়। তাই একদিন জাহান বাজারে গেল সেখান থেকে একটি ছেলে শিশু কিনে আনলো।ছেলেটি জাহানকে বাজার করে দিত, ব্যাংক থেকে টাকা তুলে আনত, মেয়েদের বাড়িতে এটা সেটা নিয়ে যেত, মেয়েরাও তাকে ভাইয়ের মত সম্মান করতো।মেয়েরা খুশি যে,মাওতো একজন সাথী পেয়েছে, ভালো হয়েছে।