Posts

কবিতা

হয়তো সনেট নয়

June 3, 2024

মিলু

Original Author কৌশিক মজুমদার শুভ

113
View

তোমায় স্মরণ করি মোনাজাতে মনে পড়া মুখ

যেমন স্মরণে থাকে কৈশোরে ঠোঁটের চুমুক।

রেখেছি স্মরণে ঠিক বৃষ্টিতে ঝরে পড়া দিন,

হাফেজের সুরে যেন মনে রাখা- সুরা ইয়াসিন।

তোমায় স্মরণে রাখে নদীতীরে বসে থাকা মাঠ,

ফসলের অবসরে প্রতীক্ষাতে যেন কাটে রাত।

তোমারে রেখেছি নারী শার্টের দ্বিতীয় বোতাম,

নিজেই পারবো তবু আটকাতে তোমায় দিতাম।


 

তোমার প্রেমের পাশে বারবার রেখেছি ঈমান

নিয়মের মতো যেন সকালের পূজার সিনান।

তোমারে ভুলবোনা এ ওয়াদা গীতায় রেখে হাত,

জীবন কারবালা হোক হারবার গুণেছি প্রমাদ।

যেখানেই থাকো তুমি, হয়ে থাকো যারই খসম,

তোমারে ভুলবোনা মেয়ে,সত্যই আল্লার কসম। 

Comments

    Please login to post comment. Login