ভাগ্যের লিখন
তোমায় ভালোবাসার সৌভাগ্য ছিলো আমার,
পাওয়ার গল্পটা রইলো কেবল অধর স্বপ্নের পার।
ভাগ্য লিখলো আলাদা পথ, তবু মনে তুমি রয়,
চোখ বুজলেই দেখি তোমায়, স্বপ্নে মিশে জয়।
তুমি ছিলে হাসির কারণ, জীবনের আলো,
ছুঁতে না পারলেও তোমাতেই ভালোবাসা ভালো।
আল্লাহর ইচ্ছায় দূরে গেছো নিরবে,
তবু হৃদয় ডাকে তোমায় প্রতিটি প্রভাতে।
পাওয়া না হলেও হারাইনি তোমায়,
তুমি রয়েছো মনে চিরদিনের ছায়ায়।
এই ভালোবাসা আমার প্রার্থনার দান,
তুমি দূরে থেকেও—আমারই প্রাণ। 💔