প্রজাপতির যখন পাখা গজাবে,
সে ধীরে ধীরে তার খাচা ভেঙে
বাইরে বেরিয়ে আসবে।
তারপর সে ডানা মেলে
নীল আকাশের বুকে
রঙ্গিন স্বপ্ন ছড়াবে।
যারা উড়তে পারেনি
কোনদিন, তারা?
তারা চেয়ে থাকবে!
আফসোস করবে!
দীর্ঘশ্বাস ছাড়বে!
46
View