এদিকে ছেলেটির নাম রোহান তার বাবা মা দুজনই রোড এক্সিডেন্টে মারা গেছে। তারা দুই ভাই বোন ছিল। রোহানের পরিবার ছিল সম্ভ্রান্ত,কিন্তু তার চাচা ছিল লোভী।লোভে পড়ে তাদের সম্পদ নষ্ট করে দেয়। অভাবের কারনে তারা ছেলে মেয়েকে মানুষ বিক্রির বাজারে বিক্রি করে দেয়।রোহান পাই জাহান পরিবার আর তার বোন রোজি কোন এক দম্পতির বাচ্চা নেই। সে পরিবারের নিয়ে যায়। তারা দুজনেই একটি নিরাপদ পরিবার পাই।
এই মানুষ বিক্রির বাজারের নাম জাতীয় বাজার, যা সরকার কর্তৃক পরিচালিত হয়। সকল ধরনের মানুষ কিনতে পাওয়া যায়, যেমন এতিম শিশু,এক্সিডেন্ট বাবা মা হারা শিশু, রাস্তায় কুড়িয়ে পাওয়া শিশু, চুড়ি করে আনা শিশু, ওটিস্টিক শিশু, যাদের মা আছে কিন্তু বাবা নেই এমন শিশু, পরকীয়া করায় অসহায় হওয়া শিশু ও কিডন্যাপ হওয়া শিশু, কিডন্যাপ করে আনার পর বাবা মার কাছে অনেক মুক্তি পন চায়, বাবা মা মুক্তি পন দিতে পারে না। ফলে এইশিশু গুলো এ জাতীয় বাজারে বিক্রি করা হয়। এতে তাদের গোপনীয়তা রক্ষা করা হয়। এতে দেখা যায় শিশু গুলো কোন না কোনভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। বাবা মা যখন ওই জাতীয় বাজারে খোঁজ নেই তখন তারা তাদের শিশুকে খুব সহজেই পেয়ে যায়। এতে কোন প্রশাসনিক ঝামেলা হয় না।"এভাবে আমরা শিশু মৃত্যু কমাতে পারি।"