Posts

গল্প

মুসলিমের ঐক্য

November 1, 2025

Md. Anwar kadir

41
View

সবুজ খেয়াল করলো তার ছোট ভাই অলি চিতকার চেচামেচি করে বাসায় আসছে। অলি মাদ্রাসার ছাত্র। হয়তো কারো সাথে ঝগড়া করে এসেছে। সে আসতেই সবুজ জিজ্ঞেস করলো। 
আসলে তাদের বড় হুজুরকে ফেসবুক-মিডিয়া-অনলাইন-অফলাইন সবখানে কিছু লোকের গালি খেতে হচ্ছে। 
তো বড় হুজুরের ছাত্ররাও তার জবাব দিচ্ছে। ঘটনা ঘটেছে গতকাল। তাদের বড় হুজুর একটা ইসলামী রাজনৈতিক দলের একজনকে কাফের ফতোয়া দিয়েছেন। তার প্রতিবাদে ওই দলের সমর্থকেরা বড় হুজুরকে ধুয়ে দিচ্ছে৷ 
এত বড় একজন দেশ বরেণ্য আলেম, তাকে বলা হচ্ছে নানা বাজে কথা। অবশ্য অনেক আগে থেকেই এদেশের আলেমসমাজ ধর্ম ব্যবসায়ী গালি খেয়ে আসছেন। এটা অত্যন্ত দু:খজনক।
সবুজ জিজ্ঞেস করলো,"বড় হুজুরের এত ঠ্যাকা পড়লো কেন ওই ব্যক্তিকে কাফের ফতোয়া দেয়ার?"
অলি বললো, "দেখোনি সে কি কাজ করেছে?"
সবুজ বললো ,"ভদ্রলোক ভিন্ন ধর্মের উতসবে গিয়েছে। এটা ঠিক করেনি। কিন্তু উনি তো ওই এলাকার রাজনৈতিক নেতা, সকল ধর্মের। তাই তাদের খোজ নিতে গিয়েছেন হয়তো। "
অলি প্রশ্ন করলো,"গিয়ে ওইখানে ভাষণ দেয়ার কি প্রয়োজন ছিল? কবিতা আবৃত্তি করার কি দরকার ছিল?"
সবুজ বললো,"কবিতাটা যিনি লিখেছেন, তাকেও কাফের ফতোয়া দিলেন না কেন বড় হুজুর?"
অলি একটা থতমত খেয়ে গেল। কাজী নজরুল ইসলামের কবিতা, তাকে কে কাফের ফতোয়া দিবে? উনি তো মুসলিম সমাজের অনেক বড় সম্পদ। 
সবুজ আবার বললো,"সেখানে গিয়ে হয়ত লোকটা ভুল করেছেন। কিন্তু তাকে কাফের ফতোয়া দেয়ার আগে একবার ডেকে জিজ্ঞেস করে নিলে কি ভালো হতোনা? উনি যদি নিজের ভুল অস্বীকার করতেন তবে তাকে বেয়াদবও বলে দেয়া যেত। এখন তো উল্টো তোদের হুজুর সমালোচনার স্বীকার হচ্ছেন।"
অলি কি বলবে ভেবে পাচ্ছেনা। আসলে যাকে কাফের বলা হয়েছে তিনি তো এমনিতে সাধারণত উল্টাপাল্টা করেননা। হঠাৎ হয়েই যেতে পারে। যদি সব সময় এসব কীর্তি করতেন, তবে কাফের বললে কেউ কিছু বলতো না।
সবুজ বললো,"দুটো জিনিস খুব খারাপ হয়েছে। প্রথমত, ইসলাম সম্পর্কে অন্য ধর্মের লোকদের কাছে খুব বাজে একটা মেসেজ গেছে। আমাদের উচিৎ ইসলামের সৌন্দর্য পৃথিবীর সামনে তুলে ধরা যেন সবাই আকৃষ্ট হয়। 
ওই ধর্মের মানুষেরা কি ভাববে? ইসলাম ওদের ঘৃণা করে? এটা তো ভুল। ইসলাম সবাইকে ভালোবাসতে শেখায়।
আর দ্বিতীয়ত, এদেশের মুসলমানদের মাঝে ঐক্য বিনষ্ট হয়েছে। ঐক্য না থাকলে মুসলমানরা সব সময়ই বঞ্চনার স্বীকার হবে, যেমনটি এতদিন হয়ে এসেছে।"
অলি আর কিছুই বলার মতো পাচ্ছেনা। তাই সবুজ বললো,"কেউ হয়ত তোদের বড় হুজুরকে ভিডিও দেখিয়েছে, আর উনিও সাথে সাথে কাফের বলে দিলেন? কাউকে কাফের ফতোয়া দেয়ার আগে অবশ্যই তার মতামত নেয়া উচিত ছিল, তাকে তওবা করার সুযোগ দেয়া উচিত ছিল।"

Comments

    Please login to post comment. Login