পাপের পাহাড়, প্রেমের জাগরণ
উচ্ছৃঙ্খল কবি
নিথর পর্বতের গূঢ় গাঢ় যন্ত্রণা;
ঝরনার কোমলতা দিয়ে মোছা।
সমুদ্রের অস্থিরতা, পাড়ে ঢেউয়ের অনবরত উচ্ছৃঙ্খল-বিশৃঙ্খল আছড়ে পড়া;
প্রাত্যহিক ভাঙনে চরমতম সেই সত্তা।
তারকারাজি নাভিশ্বাসে,
নিশীথিনীর কিছু আলো, কিছু আঁধার;
যা মনোহারী প্রিয়তমা পৃথিবীকে
অতি-আবেদনময়ী প্রেম নিবেদন।
চাঁদের কর্জে বাঁধা নীরবতায় রোমান্টিকতার শীতল পরশে সভ্যতার মৃত্যুশয্যাও যেন
ভীষণ যৌন উত্তেজনায় নিহত করা!
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ংকর নিষ্ঠুর খেলা—
গুচ্ছ গুচ্ছ অসুখের বিপরীতে প্রেম জাগানো।
বাতাসের চাপা কান্নার রেশ,
পুরাতন স্মৃতির মৌনতা;
হাঁক ছেড়ে দামি দামি দাবির হোলি খেলা।
তপ্ত মরুর বুকে, সূর্যের কর্কশ আলো।
ছায়ার মতন অতি-দীর্ঘ এক মিথ্যা মায়াজাল—
যা আমাদের বাঁচিয়ে রাখে প্রত্যয়ে, তীব্র আশায়।
এ কেমন গোপন চুক্তি সময়ের সাথে?
ভেঙে যায় সব সেতুবন্ধন, তবু প্রত্যাবর্তনের প্রতীক্ষা;
নির্জনে একাকীত্ব, তবু সহস্র প্রাণের কোলাহল—
টর্নেডো-টর্পেডোর ধ্বংসলীলা।
মৃত্যুর কপালে চুমু এঁকে, জীবনের গান গাওয়া।
শিশু পৃথিবীর অপরিমেয় পাপ,
কিংবা উচ্চবংশীয়দের পঁচাগলা উদাসীনতা—
নিষ্ঠুরতার সুখের সাগরের সুউচ্চ পাহাড়।
38
View