Posts

কবিতা

নিচের ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই

June 4, 2024

রাব্বী আহমেদ

নিচের ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই,
খুব সহজে বিশ্বাসে বুক বাঁধছ ক্যানো? বাঁধতে নেই।
বুকের কিছু গভীর কান্না চোখের মাঝে আনতে নেই,
কিছু অতীত স্মৃতির কথা জানার
চেষ্টা করছ বৃথাই, কিন্তু জানতে নেই।
চোখের পানি ফেলছ ক্যানো?
ফেলতে নেই।

ভুল আকাশে ভালোবাসার রঙিন ডানা মেলতে নেই।
হঠাৎ করে লেপটে যাওয়া চোখের কাজল মুছতে নেই
পাথর মনে ভালোবাসার কাজলদিঘি খুঁজতে নেই।
এক জীবনে ভালোবাসার সকল সুধা শুষতে নেই।

খুব সহজেই ভালোবেসে ফেলছ ক্যানো?
ফেলতে নেই।
ভুল নিয়মে ভালোবাসার খেলাও কিন্তু খেলতে নেই।
খুব নিকটে কবির কাছে আসতে নেই
দুঃখ পেয়ে কাঁদবে তুমি
রুপক হাসি হাসতে নেই।

 

Comments

    Please login to post comment. Login