মেলা থেকে রেশমি চুড়ি
দিবো তোমায় কিনে।
তুমি শুধু সঙ্গে থেকো
মন খারাপের দিনে।
চুড়ির রিনিক ঝিনিক ছন্দে,
ভাঙবে আমার নীরবতা।
নির্জনতায় হাতটি ধরে
বলবে সকল মনের কথা।
তোমার স্পর্শে থমকে যাবে
মহা কালের খেঁয়া।
মনের আকাশ রাখবে ঘিরে
তোমার প্রেমের মায়া।
মেলা থেকে রেশমি চুড়ি
দিবো তোমায় কিনে।
তুমি শুধু সঙ্গে থেকো
মন খারাপের দিনে।
চুড়ির রিনিক ঝিনিক ছন্দে,
ভাঙবে আমার নীরবতা।
নির্জনতায় হাতটি ধরে
বলবে সকল মনের কথা।
তোমার স্পর্শে থমকে যাবে
মহা কালের খেঁয়া।
মনের আকাশ রাখবে ঘিরে
তোমার প্রেমের মায়া।