ভোরের হাওয়ায় মেশে ফুলের ঘ্রাণ,
রোদ্দুর হাসে, ছুঁয়ে যায় প্রাণ।
নদীর জলে ঝিকিমিকি আলো,
মন যেন নাচে তাল মিলিয়ে ভালো।
পাখির ডাকে জাগে নতুন দিন,
সবুজ ঘাসে শিশির বিন্দু তিন।
মেঘের আড়াল থেকে সূর্য হেসে বলে,
জীবনটা সুন্দর, হারিয়ে যেও না কলে।”
মন খারাপ হলে তাকাও আকাশে,
তারারাও বলে, “স্বপ্ন রাখো পাশে।”
ভালোবাসা ছড়াও, হাসি দাও দান,
এই তো জীবনের আসল গান।