পোস্টস

কবিতা

প্রেমের মৃত্যু নেই (প্রিমিয়াম)

৪ জুন ২০২৪

S M Shamun Ishmam

মূল লেখক শামউন ইশমাম

ভেবেছিলাম তোমায় পাশে নিয়ে এ শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবটা ঘটিয়ে দিবো।
ভেবেছিলাম....
ভেবেছিলাম তোমার হাত ধরে শহরের চৌরাস্তায় দাঁড়িয়ে সমস্ত শঙ্কা কাটিয়ে চিৎকার করে বলে দিবো আমরা হারতে আসিনি। আমরা কখনোই হারবো না।
প্রেমের মৃত্যু নেই।প্রেমিকার মৃত্যু নেই। আমরা অমর হবো!
আসলে মানুষ যা ভাবে তার সবটুকুর কতটুকুই বা পায়?
অবশেষে শেষ শীতের মত সব মলিন হলো।
ভোর কুয়াশায় নিশ্চুপ ফাঁকা রাজপথ।
তোমার হাতে তীব্র কাঁপন!
কিসের শঙ্কা ছিল আমাদের? কিসের ভয়?
কেন উচ্চারিত কণ্ঠ থেমে গেল?

শেষ বিপ্লবে যখন রাজপথে আমরা হারিয়ে,
প্রচন্ড তেষ্টায় জীবন প্রায় অবসান!
তুমি ভীড় ঠেলে এসে কপালে রক্ত দিয়ে লিখে দিয়েছিল "প্রেমের মৃত্যু নেই,প্রেমিকের মৃত্যু নেই!"

এটি একটি প্রিমিয়াম পোস্ট।