কোকিল ডাকে বকুল শাখে কাজলা দীঘির ঘাটে।
মাতাল সুরে ঢেউ তুলে যায় মনের আঙিনাতে।
এমন রাতে বটের তলে বাঁশের বাঁশি বাজে।
বাঁশির সুরে উতলা হই মন বসেনা কাজে।
গাঁয়ের বধূ লজ্জা মাখা মিষ্টি হাসি দিয়ে
মাতাল হাওয়ায় চুল উড়িয়ে মনটা দেয় রাঙিয়ে।
নতুন ধানের নবান্নেতে কৃষকের মন হাসে।
বাউলের ঐ একতারা সুর মেঠু পথে চলে।
বাংলা মায়ের রূপের কথা নীরবে যায় বলে।
ঢেউ খেলে যায় স্নিগ্ধ বাতাস কোমল হৃদয়েতে।
মন ছুটে যায় গাঁয়ের পথে মায়ের পরশ পেতে।
বাংলা আমার মনে ওগো বাংলা আমার প্রাণে।
মন ভরে যায় মিষ্টি মধুর বাংলা বাউল গানে।
দক্ষিণ হাওয়ায় বধূর আঁচল উড়ে উড়ে যায়।
পাগল করা রূপেতে মন নিজেকে হারায়।
বাংলা আমার মনে ওগো বাংলা আমার প্রাণে।
মন ভরে যায় মিষ্টি মধুর বাংলা বাউল গানে।