Posts

গল্প

জানালার ওপাশে (Premium)

June 4, 2024

S M Shamun Ishmam

Original Author শামউন ইশমাম

বিঘ্ন পড়লো হঠাৎ জানালায় শব্দ হতে। পিছে ঘুরে দেখলো একটা বাচ্চা ছেলে তাকিয়ে আছে তার খাট লাগোয়া জানালার বাইরে দিয়ে।সে হাসছে।আদনান বেশ বিরক্ত হয়েই বললো–এই যাহ যাহ,এত রাতে সর এখান দিয়ে। আর তখনই লক্ষ্য করলো বাচ্চা কিন্তু তার দাঁতগুলো পূর্ণ বয়স্ক মানুষের মত।আরো জোরে যেন তার সবগুলো দাঁত বের করে খ্যাঁকখ্যাক করে হেসে উঠলো সে।

ধড়ফড় করে উঠে বসলো আদনাম ঘুম থেকে।উঠে স্বস্তির নিঃশ্বাস ফেললো সে।কি আজগুবি স্বপ্ন। আদনান উঠে ডাইনিং রুম থেকে একগ্লাস পানি খেয়ে এলো।এসে খেয়াল করলো যে জানালার থাই গ্লাস টানা কিন্তু পর্দা দেওয়া নেই।এমনিতেই একটা বাজে স্বপ্ন দেখেছে।তাই ভাবলো পর্দাটা টেনে দিয়েই ঘুমাই। পর্দা টানার জন্য হাত বাড়াতেই সে দেখলো যে কালো হাড় জিরজিরে এক বাচ্চা জানালার গ্লাসে মুখ কপাল ঠেকিয়ে তাকিয়ে আছে। আদনান হঠাৎ একটু চমকে উঠলো কিন্তু সে ব্যাপারটা নরমালি নিতে নিতেই বললো যাহ যাহ সর।তখনই আদনানের মনে পড়লো তারা এখন আর নিচতালায় থাকে না।তাদের বাসা এখন ৪ তালার উপরে।আর তখনই তাকিয়ে দেখলো হাড় জিরজিরে ছেলেটি স্বপ্নের মত একটা হাসি দিয়ে জানালার কাঁচটা চেটে দিল জিহবা দিয়ে। আর আদনান পরিস্কার দেখতে পেলো ১বছরের বাচ্চার সে মুখে পূর্ণ বয়স্ক মানুষের দাঁত।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login