রাস্তা ক্রমশ সরু হচ্ছিল, নেটওয়ার্ক নেই, আর হেডলাইটে চোখে পড়ল শীতল অক্ষরে লেখা—'শয়তানের কাঠ বন'। মাহির ও রাদিয়া তখনো জানতো না, এক অজানা শান্তিতে ছুটি কাটানোর আকাঙ্ক্ষা তাদের ঠেলে দিচ্ছে এক ভয়ঙ্কর পারিবারিক অভিশাপের মুখে। কাঁচের হাতের ছাপ, মধ্যরাতের নিষেধাজ্ঞা, আর সাদা পোশাকের এক নারীর বীভৎস হাসি—এই বাড়ি থেকে কি কেউ কখনো জীবিত ফিরতে পেরেছে? আপনার রক্ত হিম করে দেওয়া এক থ্রিলার যেখানে অতীত আর বর্তমান মিশে গিয়ে জন্ম দিয়েছে চরম আতঙ্কের।