Posts

কবিতা

আমরা মানুষ, তবু মানুষ নই!

November 7, 2025

Md Jamal Uddin

37
View

আমরা মানুষ, নামেই শুধু তাই,
চেহারায় হাসি, ভিতরে হায়!
দেখতে সভ্য, কথায় ভদ্র,
কাজে কিন্তু? একটু আধটু কদর। 😏

মিষ্টি মুখে “ভালো আছি” বলি,
কিন্তু মনে মনে কষ্ট গুলি চলি।
পরের সুখে জ্বলে বুকটা,
নিজের দুঃখে বানাই কনটেন্ট—দেখো, ট্রেন্ডে উঠেছে আমার দুখটা! 📸😂

চায়ের কাপে রাজনীতি করি,
দেশের চিন্তা? আকাশে ঝড়ি!
বসের গালি হজম করি দিনে,
রাতে লিখি—“Life is Beautiful” ফেসবুক মেমে! 🤦‍♂️

বন্ধুরা আজ ডিজিটাল রঙে,
ইমোজিতে ভরা ভালোবাসার ঢঙে।
কেউ কাঁদলে, বলি—“Stay strong bro”,
বাস্তবে যাওয়া? ওটা তো slow! 😬

বৃষ্টির শব্দে একসময় নাচতাম,
এখন “rainy day” ফিল্টারে সাজতাম। ☔📱
চাঁদ উঠলে ভাবতাম কবিতা,
এখন ভাবি—রিল বানালে হিট হবে নাকি? 😅

আমরা মানুষ, তবু মানুষ নই,
মনটা কাঁচা, মুখে প্রলেপ দিই।
ভালোবাসা মানে আজ "seen" আর "unseen",
হৃদয়টা সার্ভারে আটকে আছে, machine! ❤️‍🔥

শিশুদের হাসি এখন রেকর্ড হয়,
মায়ের কণ্ঠস্বর রিংটোন হয়!
বাবার গল্পে ঘুম আসে কম,
তবু পোস্টে লিখি—“Dad, my hero forever” …সম! 😢

তবু আশার আলো নিভে যায় না,
ভালোবাসা এখনও মরে যায় না।
একটা ছোট হাসি, একটা ছোঁয়া,
একটুখানি মানবিকতা—বেঁচে থাকে ওয়া!

Comments

    Please login to post comment. Login

  • Md Jamal Uddin 3 weeks ago

    “আমরা প্রযুক্তিতে উন্নত হয়েছি, কিন্তু মানুষ হয়ে উঠছি তো?”