আমরা মানুষ, নামেই শুধু তাই,
চেহারায় হাসি, ভিতরে হায়!
দেখতে সভ্য, কথায় ভদ্র,
কাজে কিন্তু? একটু আধটু কদর। 😏
মিষ্টি মুখে “ভালো আছি” বলি,
কিন্তু মনে মনে কষ্ট গুলি চলি।
পরের সুখে জ্বলে বুকটা,
নিজের দুঃখে বানাই কনটেন্ট—দেখো, ট্রেন্ডে উঠেছে আমার দুখটা! 📸😂
চায়ের কাপে রাজনীতি করি,
দেশের চিন্তা? আকাশে ঝড়ি!
বসের গালি হজম করি দিনে,
রাতে লিখি—“Life is Beautiful” ফেসবুক মেমে! 🤦♂️
বন্ধুরা আজ ডিজিটাল রঙে,
ইমোজিতে ভরা ভালোবাসার ঢঙে।
কেউ কাঁদলে, বলি—“Stay strong bro”,
বাস্তবে যাওয়া? ওটা তো slow! 😬
বৃষ্টির শব্দে একসময় নাচতাম,
এখন “rainy day” ফিল্টারে সাজতাম। ☔📱
চাঁদ উঠলে ভাবতাম কবিতা,
এখন ভাবি—রিল বানালে হিট হবে নাকি? 😅
আমরা মানুষ, তবু মানুষ নই,
মনটা কাঁচা, মুখে প্রলেপ দিই।
ভালোবাসা মানে আজ "seen" আর "unseen",
হৃদয়টা সার্ভারে আটকে আছে, machine! ❤️🔥
শিশুদের হাসি এখন রেকর্ড হয়,
মায়ের কণ্ঠস্বর রিংটোন হয়!
বাবার গল্পে ঘুম আসে কম,
তবু পোস্টে লিখি—“Dad, my hero forever” …সম! 😢
তবু আশার আলো নিভে যায় না,
ভালোবাসা এখনও মরে যায় না।
একটা ছোট হাসি, একটা ছোঁয়া,
একটুখানি মানবিকতা—বেঁচে থাকে ওয়া!
