বেশ্যাপল্লিতে যেতে চাউ?
যাউ।
তবে ক্ষুদা নিয়ে যাবে না, পতিতাদের ক্ষুদা নিবারন করার জন্য যাবে।
পতিতালয়ে পতিতার বাস,
পতিতা ওরা পতিতা,
অসহায় পতিতা।
খোদার দানের প্রানটাকে রক্ষা করতে একান্তই নিজস্ব সম্পদ নারী, সেই নারীটাকে বিক্রি করে দিয়েছে কুৎসিত, হিংস্র, নরদানবের কাছে।
নগ্ন দেহে শত দানবের সহবাস, সাজসজ্জার আড়ালে একটি ফুলের সর্বনাশ।
পতিতা ওরা পতিতা,
অসহায় পতিতা।
অসহায় দেহে যৌনমিলন,
মানি না,
ঠোঁটের উপর ঠোঁট রেখে হিংস্রতম কামর, মানি না,
রিক্ত মুখে অ্যাকোহল গিলানো,
মানি না,
পতিতার উলঙ্গ দেহ ছিড়ে ছিড়ে খাওয়া,
মানি না,
মানি না, মানি না, মানি না।
কবি কোনো ভয়কে ভয়ংকর মনে করে না, কবিতা কোনো ভয়কে লিখতে অস্বীকার করে না।
কবিতার মুক্ত অক্ষর সব জানে সব বুজে, পতিতা ওরা পতিতা,
অসহায় পতিতা।
মুখে খাবার থাকলে,
ওরা পতিতা হতোনা,
পরনে বস্ত্র থাকলে,
ওরা পতিতা হতোনা, ঘরে স্বামী-সন্তান থাকলে,
ওরা পতিতা হতোনা,
চিকিৎসার পয়সা থাকলে, ওরা পতিতা হতোনা,
মৌলিক চাহিদা মেটাতে পারলে, ওরা পতিতা হতোনা,
অর্থাৎ অসহায় নারীর পাশে দাড়ালে,
বেশ্যাপল্লির জন্ম হতোনা।
মোঃ নাহিদ হোসাইন
This is a premium post.