নূর চায়ের দোকানে বসে চা খাচ্ছে। একটু দূরে একটা দোকানে একজন মধ্যবয়সী লোক, তার সাথে ছোট একটা ছেলে। এটা দেখে নূরের ভালো লাগলো। ছোট বয়স থেকে ব্যবসায় বুঝতে পারলে বড় হয়ে স্বাবলম্বী হতে পারবে। এদেশে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। ৩০ বছর বয়সেও চাকরি না পেয়ে ৩৫ বছর বয়স সীমা চাচ্ছে। বিয়ে করবে কখন? দেশের জন্যে, সমাজের জন্যে, পরিবারের জন্যে, নিজের জন্যে কাজ করবে কি? অথচ কেউ ১৫ বছর বয়সে ব্যবসায় শুরু করলে ২০বছর বয়সে বিয়ে করে গুছিয়ে নিতে পারে। এটা এদেশের অধিকাংশ মানুষের মাথায় আসেনা। শিক্ষা সবার প্রয়োজন, কিন্তু চাকরি নিয়ে চাকর হওয়ার চেয়ে ব্যবসায় হাজার গুণ ভালো। মনে মনে ওই বাবার প্রতি তার শ্রদ্ধা আসলো। কিন্তু লোকটা ছেলেটাকে কেমন যেন ধমকাচ্ছেন। কান পেতে শুনে যা বুঝতে পারলো, ছেলেটাকে উনি বুঝাচ্ছেন।
কোন জিনিস বিক্রির সময় বলতে হবে,"কেনা দামে দিয়ে দিচ্ছি।"
ছেলেটা মিথ্যে বলতে চাচ্ছে না।
কিছুক্ষণের মাঝেই লোকটা চা খাওয়ার জন্য নুরের পাশে বসলেন। নূর তাকে সালাম দিলো। মুরুব্বি মানুষ, মুখ ভর্তি দাড়ি। অনেক কথাই হলো। এসব কথার ফাকে ছেলেটার সম্পর্কেও দুয়েক কথাও জিজ্ঞেস করলো সে। ছেলেটার নাম আবু বকর সিদ্দিক। পড়াশোনার পাশাপাশি দোকানেও বসে। ছেলেটাকে দোকানে বসানোতে নূর খুব প্রশংসা করলো।
এরপর নুর বললো,"আবু বকর বুঝলাম, কিন্তু সিদ্দিক নাম কেন রাখলেন?"
লোকটা বিরক্ত হলেন।
বললেন, "এটা নবীজি সা: এর সাহাবীর নাম।"
নুর বললো,"উনার নাম ছিল আবু বকর, আর সত্যবাদীতার জন্য নবীজি সা: উনাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন।"
লোকটা বললেন,"জি আপনি ঠিক বলেছেন। কিন্তু মানুষ তো এভাবেই রাখে। এতে কি কোন সমস্যা আছে?"
নূর বললো,"সমস্যা আসলে নেই। তবে নামের পাশাপাশি চরিত্র গঠনের দিকেও মনোযোগ দিতে হবে, সত্যবাদীতা শিখাতে হবে।"
লোকটা বুঝতে পারলেন, নূর উনার ছেলের সাথে হওয়া কথাবার্তা শুনেছে।
বললেন,"দেখেন। আমি অনেক বছর ব্যবসায় করি। কিন্তু এখানে সব সময় সত্য বলা যায়না।"
নূর বললো,"আপনি ঠিক বলেছেন। কিন্তু আপনি যদি সত্যের উপর থাকেন তবে আপনি কিয়ামতের দিন শহীদদের সাথে থাকার মর্যাদা পাবেন, এটা জানেন?"
লোকটা হেসে দিলেন, বললেন,"আর বলতে হবেনা। এটা আমি আসলে ভুলে গিয়েছিলাম।"
নূর আরো বললো,"ভুলে যাবেন না। নবীজি সা: ব্যবসায় করে দেখিয়ে গেছেন।"
লোকটা হাসলো এবং চা খেয়ে চলে গেলো। নূর মাঝে মাঝে অবাক হয়। এদেশের মানুষ ছেলেমেয়ের নাম রাখার সময় সুন্নত খোজে, চরিত্র গঠনের সময় সুন্নত খোজে না। তারা নাম রাখতে চায় আবু বকর সিদ্দিক অথবা আয়েশা সিদ্দিকা। অথচ চরিত্র গঠনের সময় তাদের সুন্নত লাগেনা।
43
View