Posts

কবিতা

ঝগড়া (আবারও হতে পারে!)

November 10, 2025

রফিকুল ইসলাম বাদল

137
View

ফিরে এসো বারবার 

তুমুল কেওয়াসের পর;

যেভাবে ভিক্ষুকরাও ফেরে, ঘরে।

আমার লোলুপ দৃষ্টি

সোজাসুজি তোমাকেই খোঁজে।

ঘরে বাহিরে, দিনে ও আঁধারে।

তারেই কি কয় ভালোবাসা!

আশা নিয়ে প্রতিবার আসা 

এ বিবাদ; অতঃপর ফেরা।

ঘাম ঝরিয়ে মোচড়ান

শরীরের প্রতিটি কপাট 

খুলে দিলে পর; ঝগড়া!

আবারও হতে পারে!

Comments

    Please login to post comment. Login