Posts

কবিতা

০৩৯৪ আধুনিক গান: তোমার অভাব

November 12, 2025

তারিক হোসেন

28
View

০৩৯৪ আধুনিক গান: তোমার অভাব

তোমার অভাবে আমি প্রিয়, জ্বলে পুড়ে যাই;
তবুও একটি বার তোমায়, কাছে নাহি পাই।২

শত জনমের তৃষ্ণা আমার, দুচোখ জ্বলে যায়;
কিছুতেই মিটেনা তৃষ্ণা, তোমাকেই মন চায়।২
তোমার কথা ভেবে ভেবে, জীবন কেটে যাই।ঐ

নয়ন তোমারে দেখিতে চায়, দেখিতে পায় না;
মন তোমারে কাছে চায়, কাছে পায় না।২
তোমাকেই পাবো বলে, স্বপ্ন দেখে যাই।ঐ

তোমার হাসিতে আমার হাসি, তোমার সুখে সুখ;
সুখের দিনেও পাইনা তোমায়, মনে লাগে দুঃখ।২
সুখে দুঃখে সারা জীবন, তোমাকেই কাছে চাই।ঐ

United Hospital, Dhaka.
November 12, 2025.

Comments

    Please login to post comment. Login