Posts

গল্প

কাল্পনিক বাজার " পর্ব-৫

November 12, 2025

Salma Khatun

33
View

জাতীয় বাজারের পাশে আছে এতিমখানা যেখানে অনাথ শিশুদের লালন-পালন করা হয়। তার পাশে আছে সরকারি হাসপাতাল সেখানে গর্ভবতী  মহিলা, শিশু,বালক, বালিকাদের বিনা মৃল্যে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিকও কলেজ রয়েছে।তাছাড়া আরো আছে প্রতিবন্ধী শিশুদের  প্রতিবন্ধী বিদ্যালয় ও তাদের চিকিৎসা কেন্দ্র। পাশে রয়েছে বিরাট শপিংমল যেখানে সবকিছু স্বল্প মুল্যে পাওয়া যায়। গর্ভবতী থেকে শুরু করে ০- ১৮ বছর সকল শিশুদের সব সুযোগ সুবিধা দেয়া হয়।এইখানে যে সকল শিশুর বয়স ১৮ বছর তাদের পড়াশোনা করিয়ে তাদের অনুমতি নিয়ে বিদেশেও পাঠানো হয়। যে সকল শিশুদের দেশের বাইরে পাঠানো হয়,তাদের ওই দেশের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তারপর পাঠানো হয়।জাপানের এক দম্পতি ছিল। তাদের কোন সন্তান ছিল না, অনেক সম্পদ ছিল। কিন্তু তাদের দেখাশোনা করার মত কেউ ছিল না। তারা একটি ১৮বছরের ছেলেকে কিনে নেয়। তার নাম ছিল উৎপল।

Comments

    Please login to post comment. Login

  • Salma Khatun 3 weeks ago

    আমার সাহায্যের দরকার