Posts

গল্প

বৃষ্টিভেজা রাজবাড়ীর পিকনিক। পার্ট ১

November 12, 2025

Lamiya

38
View

আজ ছিল এক অন্যরকম  এক পিকনিকের দিন। বন্ধু-বান্ধব নিয়ে রিমি আর মিনার পরিকল্পনা ছিল গ্রামের পুরনো পরিত্যক্ত রাজবাড়ীর প্রাঙ্গণে পিকনিক করার। কিন্তু সকাল থেকে আকাশ কালো করে ঝুম করে বৃষ্টি  নামলো, যা তাদের সব পরিকল্পনা ভেস্তে দেওয়ার জোগাড়। 

“বাতিল করবো?” জিজ্ঞেস করল রিমি। 

“না, বরং আরো মজা হবে হেসে বলল মিনা।

আমরা রাজবাড়ীর ভেতরে বিশাল হলঘরে পিকনিক করব। কেমন হয়?

যেমন কথা, তেমন কাজ। ভাড়ি বৃষ্টির মধ্যেই পৌঁছে গেল সবাই রাজবাড়ীতে। রাজবাড়ীটি বহু পুরনো, তার দেওয়ালে শ্যাওলা আর ইতিহাসে মোড়া। বিশাল হলঘরে ঢুকে সবাই অবাক হলো। যদিও ছাদ ফুটো হয়ে জল পড়ছিল কিছু জায়গায়। তবু ঘরটির প্রাচীন সৌন্দর্য আর শূন্যতা এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করছিল।

তারা হলঘরর মাঝখানে একটি চাটাই বিছিয়ে খাবার সাজালো-‍‌‌ গরম খিচুড়ি, বেগুন ভাজা আর আলুর দম। বাইরে তখন অবিরাম বৃষ্টির ধারাপতন, আর ভেতরে তারা হাসিখুশি গল্পে মগ্ন। হঠাৎ রিমি একটি আওয়াজ শুনতে পেল। মনে হলো আওয়াজটা উপরে ছাদ থেকে আসছে। রিমি সবাইকে বলতে লাগলো, “কিরে উপর থেকে কেমন জানি একটা আওয়াজ শুনা গেলো তোরা কেউ শুনেছিস?"

Comments

    Please login to post comment. Login

  • Lamiya 3 weeks ago

    গল্পটির দ্বিতীয় পার্টি পড়তে পাশে থাকুন😊