হে পরম
....................
তুমি আমার সকল অহংকার
গলিয়ে দাও অনুগ্রহের স্রোতে,
অন্ধকার মন তুলে নাও তুমি
আলোকময় করুণার ক্ষণে।
মায়ার জালে বাঁধা যে প্রাণ
মুক্ত করো তব সত্যস্পর্শে,
দেহ নয়, দাও আত্মার বোধ —
অমর প্রেমের গভীর দর্শে।
মিথ্যা সুখের রঙিন মোহ
দিও সত্যের আলোয় মুছে
লোভের আগুন নিভিয়ে রাখো
শান্ত স্নিগ্ধ তব ছায়াতলে।
হে পরম, হে নীরব সত্য,
ভয় না দাও, দাও বিশ্বাস,
যেন তব প্রেমে বিলায় জীবন,
আর তব নামেই পূর্ণ নিঃশ্বাস।
.....................
(স্বপন বিশ্বাস)
26
View