আমাকে হারানোর পর দেখবে, আর কিছুই আগের মতো নেই।
বন উজাড় হয়ে মরুভূমি হয়ে যাবে।
নদী হারাবে জল।
গাছে গাছে গাইবে না পাখি।
সূর্য আলো দেওয়া বন্ধ করে দেবে।
ছাদে বসে আর কোনোদিন চাঁদের দেখা পাবে না।
আবারও বলছি,
আমাকে হারানোর পর আর কিছুই আগের মতো থাকবে না।
রাস্তাগুলো উল্টে যাবে।
সেতুগুলো ভেঙে যাবে।
অসভ্যদের মতো মানুষ চিবিয়ে খাবে মানুষের হৃদপিণ্ড।
বৃষ্টি দেবে না আকাশ।
মাঠে কোনো ফসলই হবে না।
দুর্ভিক্ষ নেমে আসবে তোমাদের পাড়ায়।
ঠিক এভাবে, আর কিছুই আগের মতো থাকবে না।
আমাকে হারানোর পর দেখবে- কেয়ামত হয়ে গেছে।
তাতে আমার কিছু যায় আসে না, তোমারই লস হবে।