Posts

গল্প

Love Habit

November 15, 2025

Nusrat Jahan

21
View

গল্পের শুরুতেই দেখা যায় লেন্ডন শহরের দৃশ্য। তখন বেশ ভারী বৃষ্টি পড়ছিল বললেই চলে। বৃষ্টির সেই এলোমেলো হাওয়াতে একটা মিষ্টি মুখ ভেসে ওঠে। মেয়েটির নাম হিয়া, লন্ডনে পড়া শেষ করেছে ৩ বছর হবে। এখন যে সেখানকার বড় খ্যাতি ডাক্তার। লন্ডনে তার মার আথে থাকে তার পরিবারে আর কেউ নেই, এখন আবার ফিরে যাই প্রথম দিকে, বৃষ্টির দিনে তাকে দেখাটা কোন অবাকের বিষয় নয়। কারণ হিয়া মানেই বৃষ্টি।

তার বৃষ্টি অনেক পছন্দ বঙ্গকে কিন্তু কখনো সুযোগ পায়নি বৃষ্টিতে ভেজার। লন্ডনের  সপ্তম তম বৃষ্টি এটা তার জন্য। কিন্তু এই  সপ্তমতম বৃষ্টির ছোঁয়া তার জীবন পালটে দিবে কে জানতো?। হঠাৎ সে একটা কন্ঠ শুনতে পেল, যা তাকে আকৃষ্ট করল। সে খুজতে লাগলো এই কণ্ঠটা কার। হঠাৎ সে রাস্তার ওই পাড়ে একটা কেকের দোকানের পাশে একটা ছেলেকে দেখতে পেল, যাকে দেখে প্রথম দেখাতে তেমন ভালো না লাগলেও। তার কন্ঠ তার মনে গঁথে যয়  কে যানতো এই কন্ঠ তার জীবনে নিয়ে আসবে কেয়ামতের ঝড়?

এর পড়ে কী হলো জানতে চাইলে অবসই কমেন্ট করবেন ইন-শা-ল্লাহ আমি আপনাদের জানাবো।

Comments

    Please login to post comment. Login