Posts

চিন্তা

টিকে থাকা ও বেঁচে থাকা

November 16, 2025

Jahid Iqbal

26
View

টিকে থাকা ও বেঁচে থাকা কি একই? না, দুইয়ের মধ্যে ফাঁরাক যোজন যোজন !!! টিকে থাকা আর বেঁচে থাকার বিশ্লেষণাত্মক তাৎপর্য যে উপলব্ধি করেছে, আবহমান জগৎ সংসারে সে'কি অন্যদের থেকে আলাদা নই?  অন্যদের সাথে তার চিন্তাগত পার্থক্য ও বৈপরীত্য স্বভাবগত!

পেটের ক্ষুধা ও মনের ক্ষুধা একই নই! অন্ন পেটের ক্ষুধা নিবারক। আর যার ক্ষুধা মনে, সে সাধক, নির্ভীক  ও পাঞ্জেরি। সে বাঁচে সাধনা-ই। সত্যিকারের মানুষ হতে  প্রয়োজন অসীম সাহস ও নিরবিচ্ছিন্ন সাধনা।আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তিরাই মূলত সাহসী অভিযাত্রী বা পাঞ্জেরি! সেই হয়ত জয়ী হয় নতুবা পথ দেখায়।

Comments

    Please login to post comment. Login