Posts

কবিতা

তুমি কে?....... বিপ্লবের স্লোগান

November 16, 2025

Jahid Iqbal

16
View

আমি কালজয়ী, দুর্বার,  সংশপ্তক 

আমি অত্যচারিতদের কন্ঠ, বিপ্লবের কবিতা।

আমি লক্ষ্মণ সেনকে সিংহাসনচ্যুত করা

সতের অশ্বারোহী সৈনিক দলের বখতিয়ারের আত্না। 

আমি পারস্যে ইসলামের ঝান্ডা উড়ানো 

আবু ওবায়েদ সাকাফির প্রতিচ্ছবি।

খোদার মর্তে ইনসাফ প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পকারী

মরক্কো বিজয়ী মহাবীর ওকাবা বীন নাফির সৈনিক।

আমি আব্বাসীয়দের মরণ থাবা থেকে বেঁচে যাওয়া আরবদের বাজপাখি স্পেন বিজয়ী তৃতীয় আব্দুর রহমান। 

আমি উপমহাদেশে ইনসাফ প্রতিষ্ঠায় সিন্ধু বিজয়ী মোহাম্মদ বিন কাসেমের তরবারি।

 আমি মসোলনীর হিংস্র থাবার বিরুদ্ধে লিবিয়ার মুক্তিকামী জনগণের স্লোগান মরুর সিংহ ওমর মুক্তারের আপোষহীন আত্নত্যাগে জন্ম নেওয়া বিপ্লবের বীজ।

আমি ইংরেজদের অন্যয়ের বিরুদ্ধে সমরে আত্নোৎসর্গকারী কুদিরামের সহযোদ্ধা। 

আমি স্বাধীনতা হরণকারী স্বৈরাচারের বন্দুকের মুখে বুক পেতে দেওয়া নুর হোসেন ও আবু সাঈদের আপোষহীন আর্তনাদ। 

আমি ধ্বংসস্তোপের মাঝে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের স্লোগান। 

Comments

    Please login to post comment. Login