রনি ললক্ষ্য করলো আজকে তার ভাগনের মন খারাপ। কলেজের বেতন পরিশোধ করতে তার বাবা দেরি করেছে, তাই শিক্ষক ক্লাসে দাড় করিয়েছিলেন। তার মান সম্মান একদম মাঠে মারা গেছে। বাবার উপর অত্যন্ত রেগে আছে। যখন ক্লাসে এমন অপমানজনক পরিস্থিতিতে পড়েছে ওই মুহুর্তে মরে যেতে ইচ্ছে করছিল ওর। এতগুলো মানুষ তাকে দেখে হাসাহাসি করেছে। ওদের সামনে কিভাবে পরবর্তীতে মুখ দেখাবে? রনি তার ভাগিনাকে সান্তনা দিল। তাকে নিয়ে একটু ঘুরে ফিরে আসলো। বিকালের দিকে খেয়াল করলো, ভাগিনা মোবাইলে কিছু একটা দেখে একা একাই হাসছে।
রনি তার হাসির কারণ জানতে চাইলে ভাগিনা তার মোবাইলে একটা ভিডিও দেখালো। একজন মধ্যবয়সী লোক একটা শপিং মলে অত্যন্ত হাস্যকরভাবে পড়ে গেছেন। উঠে দাড়াতে গিয়ে আবার পড়ে গেছেন। ব্যাপারটা দেখতে আসলেই হাস্যকর। ভাগিনা ভিডিওটা নিজেই করেছে। ফেসবুকে পোস্ট দিয়েছিল। ভাইরাল হয়ে গেছে৷ সবাই মজা নিচ্ছে। যারা মজা করা বুঝেনা তাদের মধ্যে কেউ কেউ আবার না বুঝে সমালোচনা করছে।
রনি জিজ্ঞেস করলো,"তুমি কি তার অনুমতি নিয়ে ভিডিওটি করেছো?"
ভাগিনা না সূচক উত্তর দিলো।
রনি আবার জিজ্ঞেস করলো,"তার অনুমতি নিয়ে ভিডিওটি পোস্ট করেছো?"
ভাগিনা উল্টো জিজ্ঞেস করলো, "এমন ভিডিও পোস্ট করার জন্য কেউ অনুমতি দিবে?"
রনি বললো,"তাহলে তো তুমি আইসিটি আইনে অপরাধ করেছো। ভুক্তভোগী মামলা করলে জেলে যেতে হবে।"
ভাগিনা কিছুটা ভয় পেলেও সাহস দেখিয়ে বললো,"আরে মামলা করবেনা।"
রনি বললো,"যদি করে?"
একটু থেমে আবার বললো,"তোমার জন্য লোকটা যেখানে সেখানে অপমানিত হবেন। তার পরিবার-আত্মীয় স্বজন সবাই তাকে নিয়ে হাসবে। যদি তিনি হতাশ হয়ে আত্মহত্যা করে বসেন?"
ভাগিনা বললো,"আত্মহত্যা করবে কেন?"
রনি বললো,"সকালবেলায় তুমিই তো অপমানে মরে যেতে চেয়েছিলে?"
ভাগিনা বললো,"ফেসবুকে-ইউটিউবে এরকম অসংখ্য ভিডিও পাইবা। কেউ কি মরে গেছে?"
রনি,"মেনে নিলাম, সে মরে যাবেনা। কিন্তু তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করলে তো সেটা সহ্য করতে পারোনা। তুমি কি বিচার দিবসে এই লোকের সামনে দাড়াতে পারবা?"
ভাগিনার একটু ভাবান্তর আসলো। সে আবার প্রশ্ন করলো,"সব কিছুতেই কেন ধর্ম টেনে আনতে হবে?"
রনি বললো,"তুমি তো কখনোই আল্লাহর দৃষ্টির বাইরে না৷ আর তোমাকে প্রদত্ত প্রতিটি মুহুর্তের জন্য হিসাব দিতে হবে আল্লাহর কাছে।"
ভাগিনা কি বলবে বুঝতে পারছেনা।
রনি আবার বললো,"তোমার জেনে রাখা উচিত, কারো মনে কষ্ট দিলে আল্লাহও তোমাকে ক্ষমা করবেন না। ওই ব্যক্তির কাছ থেকেই ক্ষমা নিতে হবে। তোমার সাথে কেউ এমন করলে তুমি কি তাকে ক্ষমা করে দিবে?"
ভাগিনা জিজ্ঞেস করলো,"যদি লোকটা মুসলিম না হয়ে অন্য ধর্মের হয়?"
রনি বললো,"তাতেও উপায় নেই। আল্লাহ মাজলুমের অভিযোগ শুনেন, সে যে ধর্মেরই হোক না কেন।"
ভাগিনা জানতে চাইলো এখন সে কি করবে।
রনি তাকে বুঝালো যেন সে ভিডিওটি ডিলিট করে দেয় এবং ওই লোকটিকে খুজে বের করে তার কাছে ক্ষমা চায়।
ভাগিনা কথা দিলো, সে তাই করবে। আরো ওয়াদা করলো, ভবিষ্যতেও এমন কাজ করবেনা।
সবশেষে রনি ভাগিনাকে একটা হাদিস শোনালো। মহানবী সা: বলেছেন,
"যে চায় তাকে জাহান্নাম থেকে রক্ষা করা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মৃত্যু তার কাছে আসুক আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রেখে, আর মানুষের সঙ্গে তেমন আচরণ করে, যেমন আচরণ সে নিজের জন্যে পছন্দ করে"।
46
View