তোর গালের টোলে ঠোঁটের তিলে ছুঁয়ে দিতে ইচ্ছে করে
তোর ডাগর চোখে দীঘল চুলে ছুঁয়ে দিতে ইচ্ছে করে।
তোর পাশাপাশি হাতে ধরে পথ চলতে ইচ্ছে করে।
জগত ভুলে তোর প্রেমেতে পাগল হতে ইচ্ছে করে।
নিবিড় করে আপন করে তোকে পেতে ইচ্ছে করে।
তোর হাসিতে তোর পরশে হারিয়ে যেতে ইচ্ছে করে।
তোর মিষ্টি সুরে তৃপ্তি ভরে ব্যাকুল হতে ইচ্ছে করে।
তোর হরিণ চোখে অপলকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
তোর শীতল হাতের প্রেমের পরশ পেতে বড় ইচ্ছে করে।
ইচ্ছে করে ইচ্ছে করে ইচ্ছেরা সব তোকে ঘিরে
কি খুশিতে নাচেরে মন তোর আঁচলের পরশ পেলে।