Posts

কবিতা

শুকনো পাতার মরমর শব্দ

November 19, 2025

মোঃ নাহিদ হোসাইন

54
View

 

শুকনো পাতার মরমর শব্দ

মোঃ নাহিদ হোসাইন 

অন্তর্যামী শুকনো পাতার মরমর শব্দ হয়তো শুনেছ, শুনেছ কি তার জালা-যন্ত্রা সে কেমন করে শুকিয়ে গেল?

বুটা থেকে খসে সূর্যের আগুনে নিজেকে জ্বালিয়ে পুরিয়ে মরমর শব্দে আপনারে নিয়ে যায় মাটির দেশে!

সেই শুকনো পাতার কথা বলছি অন্তর্যামী।

শুকনোপাতা যেমন ঝরে পরে

ঠিক তেমনি ভালোবাসার বৃক্ষ থেকে ঝরে গেছি আমি।

অন্তর্যামী তোমার আমার ভালোবাসার মাঝে পাথর নির্মিত দেয়াল তৈরি হয়েছে ঠিকই কিন্তু বিন্দুমাত্র ভালবাসার কমতি হয়নি।

নীল আকাশে রংধনু সবসময় দেখা যায় না, তারায় সজ্জিত ঝলমলে আকাশে ধুমকেতু এক জীবনে দ্বিতীয়বার দেখা যায় না।

সুতরাং যে ভালোবাসা হাড়িয়ে যায় তা দ্বিতীয়বার আর পাওয়া যায় না।

অন্তর্যামী প্রয়ানট্রেনে আস্তে-আস্তে হাড়িয়ে যাচ্ছে যে কবি,

তোমারই প্রেমে প্রেমিক কবি,নন্দন।

Comments

    Please login to post comment. Login