Posts

কবিতা

তোমারই তরে

November 20, 2025

MD Atikur Rahman

Original Author MD Atikur Rahman

Translated by MD Atikur Rahman

37
View

তোমারই তরে"—এক রহস্যময় প্রেম এবং বিরহের কবিতা।💔
​যে ভালোবাসার মানুষটি ছায়া হয়ে মনের গভীরে থাকে, অথচ নীরব নিশাচরীর মতো একলা করে চলে যায়... তাকে উদ্দেশ্য করেই লেখা।
​যদি লেখাটি মন ছুঁয়ে যায়, তবে একটি ❤️ দিয়ে আপনার মতামত জানাবেন।

তোমারই তরে
মো: ​আতিকুর রহমান
​তুমি অখিলে পড়ো জীবনের বাতায়নে,
তুমি প্রেম-বিরহে আনো এ কম্পনে।
মরিবার তরে নাহি চাহি অমর তিলে;
তুমি হাজার কেশে চমক এনে দিলে।
​তুমি ছায়া হয়ে অকারণে মনের গহীনে,
পুষ্পিতার মেলা বসালে ছন্নছাড়া জীবনে।
তুমি ছায়া, তুমি অন্তিম মায়া, তুমি নিশাচরী,
আমাকে একলা করে নিদ্রাতে ভ্রমণকারী।
​পেয়ালা হাতে সরাবে ডুবে চুপিসারে,
পর করে তুমি হারাও, রাখো দূরে।
দু'য়ো দু'য়ো তুলসী পাতা উনিলে সাজে,
তামাশা নহে, ভালোবাসা রয় সকল কাজে।

Comments

    Please login to post comment. Login