Posts

কবিতা

হতাশার প্রহর

November 20, 2025

MD Atikur Rahman

Original Author MD Atikur Rahman

Translated by MD Atikur Rahman

40
View

হতাশার প্রহর
​মো: আতিকুর রহমান
​একফালি রাজ্য, দুয়ারে ছলছল হতাশা,
জীবনে বাঁচার তাগিতে কতই না আশা।
স্বপ্ন ঘেরা কুয়াশা, নিশিযাপন আজি বরবাদ;
ঢাক-ঢোল পিটিয়ে সমাজে আমি ফাঁকি তাঁত।
​আমি দেখি, আমি হাওয়ায় চড়ে আনি পুঁজি,
আমি খুঁজি সকল দিবানিশিতে অর্থ বাজি।
আমি সংসারে ভাটা,
আমি পরিবারে কাঁটা।
আমি সমাজের উচ্চবর্গের করুণা-দয়,
আমি খেয়ে না খেয়ে চলি, আমি দরিদ্রময়।
​চোখেমুখে হাজার স্বপ্ন, কল্পনায় জমানো সুখ,
মেঘের রাজ্য ছাড়িয়ে অনাবিল শান্তিতে রূপ।
চাই শক্ত হাত, যে হাতে পাড়ি দেব ক্লান্তির পথ;
আমি দাঁড়িয়ে দু হাত ছড়িয়ে চালাব এই রথ।
​আমি হতে চাই পরিবার কর্তা,
আমি ঝেড়ে ফেলতে চাই সব জড়তা।
আমি হতে চাই কুটিরখানার অবাধ্য রাজ,
আমি হতে চাই নিদারুণ নিরাগ্রহ সাজ।
​চাই সাহস, চাই শক্তি, হতে চাই না অপমান;
রুক্ষ মরুভূমি সবুজবীথি, কল্যাণে ছায়াদান।
কল্পনা সবই কল্পনা, তুমি জীবনের উত্থান;
সব ছেড়ে চলে যেতে চাই রেখে এই বিধান।

Comments

    Please login to post comment. Login