Posts

কবিতা

রিক্ত হৃদয়ের কুলখানি

November 21, 2025

MD Atikur Rahman

Original Author MD Atikur Rahman

Translated by MD Atikur Rahman

57
View

রিক্ত হৃদয়ের কুলখানি
    মো:আতিকুর রহমান
    

জলজ্যান্ত মানুষ নিশাচরী বেশে আমরণ দেশে,
ঘাতে হুলকা ফুটিয়ে হাজারো প্রাণ অকাল শেষে।
নিতান্তই বাহুবল, অবোধ ধারণা রাশি রাশি,
মানুষে তব হাহাকার, পলায়নে উন্মাদ হাসি।
​কণ্ঠের কান্নাতে দেহ-প্রাণ হতাশায় সাবলীল;
যন্ত্রণা! আহ্ যন্ত্রণা! গোমড়ামুখে পরাক্রম অশীল।
দেশ-গণ্ডির চেতনা বড়ই অসহায়, নেমেছে আঁধার,
মানবতার শিখরে আরোহণে জন্ম হয়েছে ধাঁধার।
​প্রতিঘাত রুখতে তারুণ্য আবরণে একাকার;
কে আসিবে সামনে? কে আসিবে সামনে? দেখাও তলোয়ার!
তারুণ্য, হাজারো জল্পনা-কল্পনা, সাহসী বাণী;
জেগে ওঠো প্রাণ, তব রিক্ত হৃদয়ের কুলখানি!

Comments

    Please login to post comment. Login