মরনমোঃ নাহিদ হোসাইনমরিলে পূর্বদিগন্তে রক্তিম সূর্য উদিত হবে না, ভোর বেলা পাখি ডাকবে না, সন্ধা বেলা পশ্চিম আকাশে শুকতারা দেখা দিবেনা, মাঝরাতে মধ্য আকাশে খিলখিল করিয়া চন্দ্র হাসিয়া উঠিবে না। মরিলে পৃথিবীর শস্য ফুল পাখি, আমাকে চিনবে না, নদী সাগর পাহাড় পর্বত, আমাকে চিনবে না, মরিলে গাড়ি বাড়ি নারী, আমাকে চিনবে না, মরিলে পৃথিবী আমাকে চিনবে না, এমনকি পৃথিবীর মাটি আমাকে চিনবে না। মাটি আমাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিবে, আমার অস্তিত্বকে ধ্বংস করে দিবে, আমাকে ধ্বংস করে দিবে। সেই মরন নিত্য দিনের সঙ্গী, তার সাথে প্রতিদিন ভোর হয়, যার সাথে প্রতিমুহূর্ত চলাচল, যে নিত্য দিনের সঙ্গী সেই মরনের সঙ্গে কখনো আলাপআলোচনা করা হলোনা, তাকে জরিয়ে দরে কখনো ভালোবাসার কথা হলোনা, সে সাদা না কালো, তাও জানা হলো না। মরন আমার নিত্য দিনের সঙ্গী। মরনের পর পৃথিবী আমাকে চিনবে না, পচা লাশের গন্ধ আমাকে চিনবে, বাড়ি গাড়ি নারী আমাকে চিনবে না, কবর আমাকে চিনবে, দামি অলংকার আমাকে চিনবে না, কাফন আমাকে চিনবে, ভালোবাসা আমাকে চিনবে না, মরন আমাকে চিনবে। |
|---|
32
View