বাস্তবতাকবিঃ মোঃ নাহিদ হোসাইনসান্তনা আর বাস্তবতার মধ্যে কতোটা পার্থক্য, আমি জানি না এতটুকু জানি সান্তা আর বাস্তবতা এক জিনিস না। কোনো কারণে কেউ সান্তা দিলে তাকে বলতে পারিনা বাস্তবতার কথা, বলতে পারিনা নিয়তির সত্য কথা। সান্তনা দিয়ে সান্ত রাখা যায় ঠিকই, কিন্তু ভেতরে যে জ্বালা-যন্ত্রা প্রতিনিয়ত পুরাচ্ছে তা নিবানো যায়না। কখনো কখনো মানুষ সময় আর নিয়তির কাছে চরমভাবে হেরে যায়। তখন মরুভূমিতে বসবাস না করেও মানুষ তার চারিপাশে মরুভূমির মরিচীকা দেখতে পায়। পৃথিবীতে মৃত্যু যেমন সত্য, বাস্তবতা ঠিক ততটুকুই সত্য। অন্ধকার নীলিমার নক্ষত্ররা বাস্তবতার সাথে গল্প করে তখন বাস্তবতা এই কথা বলে, সে সত্য। বিশ্বাস করুক বা নাই করুক নক্ষত্র। |
|---|
27
View