Posts

চিন্তা

বাঁশ সাঁকো।

November 22, 2025

Shafin pro

5
View

আপনার বাড়ি কি খালের ওপারে তাহলে এগুলো নিয়ে চিন্তিত। কিভাবে রাস্তা দিয়ে খালের উপর পার হবেন এগুলো নিয়ে চিন্তা আর কোনো কারণ নেইকিভাবে আপনি বাঁশ সাঁকো দিয়ে তৈরি করে বাড়ির দিকে যেতে পারেন। প্রথমে আপনার দেখতে হবে আপনার বাড়ির রাস্তা থেকে খালের ওপার পর্যন্ত কত দূর ডিসটেন্স খালটি। যদি আপনার খালটি থাকে ৩০ ফুট তাহলে আপনি কাল কি তিন ভাগে ভাগ করে নিন। তার মানে দশ ফুট করে আপনি খাঁটি তিন ভাগে ভাগ করে ফেলেন। প্রতি ১০ ফুট অন্তর আপনি একটি স্থান তৈরি করেন। প্রতিদশ ফুটে আপনার বাস লাগবে দশার দুই আর দুই ১৪ ফুট পাঁচটি আপনার প্রয়োজন হবে। তাহলে আপনার প্রতি ১০ কোটি আপনার কতটি করে বাঁশের প্রয়োজন হতে পারে। দুটি বাস লাগবে স্কিন দেওয়ার জন্য মানে ক্রসিং করার জন্য। তাহলে দুটি আর দুটি চারটি বাস লাগবে আপনার প্রশ্নের জন্য এটা আপনার খালের গভীরতা হিসেবে মেপে নিবেন। যেন উপরের ধরণী পর্যন্ত বাঁচতে লম্বা হতে পারে। রশিদুল উপরে আপনি দুটি লাগবে ১৪ ফুটে। একটি দিলেও ভালো হয়। তবে দুটি দিলে ক্রসিংটি আরো মজবুত হবে। ১৪ ফিট যে বাসটি  দিবেন বাসটি হলো ক্রসিংয়ের মাঝখানে দিতে হবে। ক্রসিং এর উপরে দুটি হাতল লাগবে ১৪ ফুটে। একটি ডানে একটি বামে দুটি করে বেঁধে নিতে হবে উপরের দিকে। ক্রসিং মিডিলে চাইলে একটি নরমাল বাঁশ দিয়ে বেঁধে নিতে পারেন যাতে সাঁকোটি আরো মজবুত হতে পারে। ক্রসিং টি বিশেষ করে এমন ভাবে আপনি বেঁধে নিবেন যাতে ফিরতে না পারে ধরনের গুলো খুব সাবধানে বেধে নিবেন যাতে ধরণী গুলোছুটে না যায় অল্প দিনের ভিতরে। তাহলে আমাদের একটি স্পেনে কতটি করে বাস লাগল আসুন আমরা হিসাব করে নেই। উপরের হাতলে লাগল দুই পাশে ডান বামে দুই পাশে দুইটি ক্রসিংয়ে দুইটি চারটি মিডিলে দুইটি ছয়টি দুই দুই ক্রসিং এ দুইটি করে চারটি মোট আটটি বাঁশের প্রয়োজন হবে একটি স্কেল। এবার আসি  মিডিল পজিশনে সাধারণত মিডিলের বাস গুলি বেশি মোটা হলে খুব ভালো হয় কারণ মিডিলের স্পেনে ক্রসিং দুইটি দেওয়া যায় না ১০ ফিটের ভিতরে। কারণ হলো যে তুমি মিডিল থেকে সাধারণত নৌকা ডলার চলাচল করে ওই কারণে মিডলে দশ ফিটের ভিতরে কোন কোচিং আর না দেওয়াই ভালো। যদি যদি যেখানে সাধারণত নিচ থেকে চলাচল করার কোন যানবাহন না থাকে তাহলে সে ক্ষেত্রে দুটি ক্রসিং দিলে একটু মজবুত হয়। তাহলে আমাদের মেডেল পজিশনে বাসের দরকার হবে ১০+২ ফুট ১২ ফুট দুটি বাস লাগবে ক্রসিংয়ের মাঝখানে দিতে। যেহেতু দুই ফুট বেশি কেটে নিলাম এই কারণে । কারণ স্পেনের মেজারমেন্ট ছিল আমাদের দশ ফুট দুই ফুট কাটার কারণ যেহেতু এলাকার মাথায় একটু বাড়তি না রাখলে বাসটি তুলে পড়ে যেতে পারে সেই কারণে আমরা এক ফুট এক ফুট করে বেশি কেটে নিলাম। উপরের ধরনি তো আমরা দুই ফুট বেশি কেটে নিয়ে 12 ফুটের চারটি বাস লাগবে ডানে দুটি বামে দুটি তারমানে উপরের দুটি নিচের দুটি চারটি বাস লাগবে হাত তুলে জন্য 12 ফুটের। এখন আসিও উপরের ১০ ফুট স্পেনের কটি বাস লাগবে মোটকথা পেপারে স্পেনে যে কয়টি বাস লেগেছিল সে কয়টি বাঁশি উপরের স্কেলে নিচে শাড়িতে লাগবে। সাঁকোতে। তারপরও আমি আপনাকে বর্ণনা দিয়ে গেলাম যেভাবে সুবিধা হয় আপনাদের জন্য । উপরের নিচের স্পেনে দুটি ক্রসিং তার মানে দুটি দুটি চারটি বাস লাগবে আর ধরনীতি লাগবে দুটি দুটি চারটি তার মানে ডানে বামে ধরে নিতে উপরে নিচে দুটি দুটি চারটি তার মানে আটটি আর লাগবে হল আপনার কোচিং এর উপরে যেটার উপর দিয়ে আপনি হেঁটে যাবেন সেটি লাগবে দুটি তার মানে দশটি লাগবে আপনার বাসের খন্ড। এখন আসি আমরা মোট কতটি বাসের খন্ড প্রয়োজন হল। নিচের স্পেনে দশটি দশটি ২০ টি

বাস প্রয়োজন হবে। আর মিটেলে লাগতেছে হাঁটার জন্য দুটি ধরণী লাগতেছে দুটি দুটি চারটি মোট ছয়টি। এখন যোগ করলে বিশ্বাস হয় ২৬ টি বাশের টুকরো লাগবে যদি আপনি একত্র করে কেটে নিতে পারেন চৌদ্দ ফুট করে তাহলে আর কোন সমস্যা হবে না যদি আপনি বাহির থেকে কিনে আনেন টুকরো করে তাহলে কোন সমস্যা হবে না। এখন আমাদের বাসের থাকোতৈরি করার জন্য লেবারের প্রয়োজন হবে। ৩০ ফুট থাকোর জন্য চাইলে আপনি দুটি লেবার ভালো স্বাস্থ্য দেখে নিলেই সারাদিনের তারা  তৈরি করে দিতে সক্ষম হতে পারে না হলে হয়তো একদিনের জায়গায় আর একদিন দুদিন প্রয়োজন হতে পারে। তবে সকল দুই পাড়ে বাশের শেষ মাথায় মাটি দিয়ে ভরাট করে নিবেন যাতে মানুষজন চলাফেরা করতে সুবিধা হয়। ঠাকুর বাঁধন গুলো খুব মজবুত করে বেঁধে নিবেন যাতে ছুটে কেউ দুর্ঘটনা সম্মুখীন না হতে হয়। আজকের মত এখানেই সাঁকো নির্মাণ কন্টেন্ট এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো কনটেন্ট কিভাবে তৈরি করব সে গুলো সে বিষয়ে আপনাদের মতামত লিখে জানালে পারলে আমরা তা তৈরি করে লিখতে সক্ষম হব।

Comments

    Please login to post comment. Login

  • Shafin pro 1 month ago

    বাসের সকো। খালের উপরে বাঁশের সকল কিভাবে নির্মাণ করতে হয় এই চিন্তার মাথায় রেখে যদি আপনি কাজটি করেন তাহলে আপনি যে কোন খালের উপরেই বাঁশের সকল নির্মাণ করতে সহজ হবে এই থিওরিতে আপনি বাসের সাথে তৈরি করতে পারেন ধন্যবাদ