সময় এখন
......... স্বপন বিশ্বাস
সময় ফুরিয়ে গেছে প্রেমের
তুমি যোদ্ধা এখন দ্রোহের
ন্যায়ের পক্ষে অটুট থেকে
পুড়িয়ে দাও সব ভণ্ডামিকে
মুছে দাও সব মিথ্যে রুখে
দাঁড়াও তেজী অগ্নি মুখে
রাতের শিকল দাও জ্বালিয়ে
ছুড়ে ফেলো সব নষ্টামিকে
রক্ত গরম হোক সত্য শক্তিতে
হুঙ্কারে কাঁপুক অন্ধকারভিতে
যে বাধা দাঁড়ায় চোখে চোখ রেখে—
মুছে ফেলো সে বজ্র শক্তিকে।
.................