একরশির বাঁধন
কবি: মোহাম্মদ আতিকুর রহমান
তোমার এক রশিতে তৈরি হাজার বিরামখানা,
জলে-স্থলে তোমার কতই রূপের আনাগোনা।
আমার প্রাণে ঝর্ণার তালে নেচে নেচে ওঠে,
সাগর-মহাসাগর হাজার পথে কুঞ্জে মেতে।
বহু নাবিক তব দিয়েছে পাড়ি,
অনন্তকাল ধরে মেঘেতে উচ্ছ্বাস রাশি।
আমি দিতে চাই পাড়ি, মহাসাগর ছাড়িয়ে,
মেঘলোকে হারিয়ে অজানা গন্তব্যে দিবানিশি।
অচেনা দূরদেশী, সহসা নিয়মাবলী মেনে চলি,
হাহাকার জেগে ওঠে প্রাণে, মুক্তির দোলাচলি।
উত্তর দিলেই আঘাতে দেহ লুটিয়ে আর্তনাদ;
গহীন কোণে আলোড়ন তুলে পাড়ি দেব পথ।
34
View