Posts

গল্প

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

November 24, 2025

Md. Anwar kadir

39
View

দোকানে বসে মুসা এবং তার বন্ধু সুজল চা খাচ্ছে। একই এলাকায় থাকে। তারপরও মাসখানেক দেখা নেই।
সুজল জানালো যে তার বাবা মারা গেছেন, তাই এক মাসের মতো বাড়ি থেকে তেমন বের হয়নি। খবরটা শুনে মুসা অত্যন্ত কষ্ট পেলো। 
সাথে সাথে বললো,"ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"
সুজলের বাবা তাকে অত্যন্ত স্নেহ করতেন। উনার স্নেহ সে খুব মিস করবে। খবরটা সে জানেনা বলে সে খুব দু:খিত অনুভব করলো। তারা একসাথে বসে অনেক গল্প করলো। এক সময় সুজল চলে গেলো। মুসা তখনও বসে আছে। আরেকজন ফ্রেন্ড আসবে কোন একটা কাজে। তাদের পাসেই একজন বয়স্ক মুরুব্বি বসে চা খাচ্ছিলেন। 

তিনি মুসাকে জিজ্ঞেস করলেন," অন্য ধর্মের একজন মরে গেছে শুনে তুমি 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লা কেন?'
মুসা উনার দিকে এতক্ষণ মনোযোগ দেয়নি। 

তাই সালাম দিয়ে জিজ্ঞেস করলো,"কিন্তু কেন?এটা পড়লে সমস্যা কি?"
মুরুব্বি বললেন,"অন্য ধর্মের কেউ মারা গেলে তার জন্য যে দোয়া করতে হয়না, সেটা কি জানোনা?"
মুসা হেসে বললো,"এটা কিন্তু একটা দোয়া না। এটা কোরানে আছে। এর অর্থ হলো 'আমরা সবাই অবশ্যই আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাবো।' সৃষ্টির সব কিছুই আল্লাহর কাছ থেকে এসেছে। আবার তার কাছেই ফিরে যাবে, তাইনা?"
মুরুব্বি শুনে বললেন,"সবাই বলে দোয়া। আর তুমি বলো দোয়া না?"
মুসা বলে,"জি। আমি তো আপনাকে এটার অর্থও বললাম। আসলে কেউ মারা গেলে এটি বলার মাধ্যমে আমরা আমাদের বাস্তবতা স্মরণ করি। কারণ আজ না হয় কাল আমাদেরকেও মরতে হবে, ফিরে যেতে হবে আল্লাহর কাছে হিসাব দেয়ার জন্য।"
একটু থেমে মুসা আবার বললো,"কোরানে বলা হয়েছে যখন আমরা মুসিবতে পড়ি তখন যেন এটা মন থেকে অনুভব করে পড়ি। আমাদের চলার পথে মুসিবত সহজ হয়ে যাবে এবং আল্লাহর ইচ্ছা হলে সাথে সাথেই সাহায্য আসবে।"
মুরুব্বি প্রশ্ন করলেন,"কিছু হারিয়ে গেলে তো এটা পড়তে হয়, তাইনা?"
মুসা উত্তর দিলো,"ওই যে, মুসিবতে পড়লে পড়তে হবে। ও হ্যা। যে কেউ মারা গেলে এটা আপনি পড়তে পারেন, আবার নাও পড়তে পারেন, এটার কোন বাধ্যবাধকতা নেই। এমনকি কোন পশুপাখি মারা গেলেও পড়া যায়।"
সবশেষে উনি বললেন,"আমি তো শুনেছি অমুসলিম মারা অন্য কিছু পড়তে হয়। পড়তে হয়'ফি-না-রি জাহান্নামা...'।"
মুসা হেসে বললো,"আমিও ছোট বেলায় শুনেছি। এটা কোরানে আছে, কেউ ইসলামে না আসলে তার পরিণতি কি হবে সেটা বলা হয়েছে। কিন্তু তার বিচার তো আর আমরা করবোনা। ভাবুন, আমি যদি এটা অন্য ধর্মের কারো মৃত্যু উপলক্ষে পড়ি, আর এটার অর্থ যদি ওরা যানে, তবে ওরা তো কষ্ট পাবে। অথচ একজন মুসলিম এমন আচরণ করবেন যেন সবাই ইসলামের প্রতি আকৃষ্ট হয়।"
মুরুব্বি বুঝতে পেরেছেন। তারপর আবার জিজ্ঞেস করলেন,"এটা না পড়লে কি কিছু হবে?"
মুসা হেসে বললো,"না। না পড়লেও কিছু হবেনা। তবে এটা উপলব্ধি করতে পারলে হয়ত আমরা সবাই ভালো মুসলিম হয়ে যাবো।"
মুসার দাদী মারা গেছেন বছর খানেক আগে। উনারও এই বিষয়ে ভুল ধারণা ছিলো। কিন্তু বিষয়টি জানতোনা বলে মুসা উনার ভুলটা ভাঙতে পারেনি। 

Comments

    Please login to post comment. Login