রাতে শুতে যাওয়া মানে ঘুমোতে যাওয়া নয়
যেন আরেকটি দিন আসার জন্য অপেক্ষা!
প্রতিটি দিন কাটে পরের দিনের প্রতিক্ষায়
এটা একটা অনিশ্চিত টাইম ট্রাভেল,
যেখানে শুধু সামনেই যাওয়া যায়!
এ পথ কোথায় গিয়ে থামবে তা জানা নেই,
তবু্ও কেমন একটা অদৃশ্য সুতোর টানে
কেবল সামনের দিকে এগিয়ে চলা!
কি যেন কি একটা পাওয়ার লোভে
দম বন্ধ করে এই অন্তহীন ছুটে চলা!
কোথাও যেন একটা অসহ্য যন্ত্রণা
বারবার ডুকরে উঠতে চায়,
তবে সে স্পষ্ট হয়ে উঠতে পারেনা!
মন চাইলে পেছনেও ফিরে তাকানো যায়
কিন্ত সেপথে আর ফিরে যাওয়া যায় না!
17
View