শহরে এক সনামধন্য পরিবার, ব্যবসা-বাণিজ্য অনেক উন্নত, টাকা পয়সা আয় রোজি অনেক, প্রত্যেকের মনে অনেক অশান্তি,পরিবারের কর্তা ব্যক্তির নাম হচ্ছে রবিন। তার পাঁচজন কন্যা,ছেলে সন্তান না থাকায় তা নিয়ে পরিবারের অশান্তি।রবিনের মা প্রায় সময়ের ছেলের বউকে গালি দেয় বংশের প্রদীপ জালানোর কেউ নেই।এত সম্পদ খাবে কে? এ নিয়ে প্রায় বিবাদ লেগেই থাকতো।এমনকি রবিনকে আবার বিয়ে দেয়া হলো ছেলে সন্তানের জন্য। তারও দুটি মেয়ে হয়, রবিন হতাশ হয়ে মাকে বলে যে, তোমার কথায় আবার বিয়ে করলাম কি লাভ হল? পরপর সাত কন্যার বাবা হলাম ছেলে হলো না। এবারে মনের কষ্টে বাড়ি থেকে বেরিয়ে যায় রবিন।এরপর সে জানতে পারে এ বাজারের কথা। এবারে সিদ্ধান্ত নেয় একটি ছেলে সন্তানকে কিনে আনবে। অনেক টাকা দিয়ে একটি সুন্দর ফুটফুটে ছেলে শিশু কিনে নেয়। এতে সকলে অনেক খুশি হয়,শুধু রবিনের মা বাদে। ছেলেটিকে লেখাপড়া করে অনেক বড় করা হয়।ছেলেটির নাম রাফি। সে এ পরিবারের পরিচয় পায়। মেয়েদের চেয়ে বেশি সম্পদ লিখে দেয় তার পালক পিতা রবিন।পরবর্তীতে রবিনের একটি ছেলে সন্তান হয়,কিন্তু রবিন আপন ছেলের চেয়েও কোন অংশে কম দেখেন নি।দুই ছেলেকে সমান চোখে দেখতেন রবিন।তাই বলা যায় রবিনদের জন্য রাফিরা ঘরে ঘরে বেঁচে আছে এখনো।
সমাপ্তি।