তোমার কাছে আমার ও চাওয়া থাকতে পারে, তা নই কি?
তবে ভুল মানুষের কাছে প্রত্যশা- সে-ত পূরণ হবার নই।
মরুভূমিতে পানির আশা ও ভুল মানুষের কাছে প্রীতির প্রত্যশা- দুটিই মরীচিকা। যা শুধু ই হতাশ করে।
দায়বদ্ধতা শুধু কি এক পক্ষের?
গঙ্গা ভরা জল, তবু্ও কেন তৃষ্ণার্ত?