Posts

কবিতা

আমার অন্তর্যামী

November 28, 2025

মোঃ নাহিদ হোসাইন

17
View

আমার অন্তর্যামী

মোঃ নাহিদ হোসাইন 

 

একদিন ভোর বেলা তোমার বাড়ি গিয়েছিলাম আমাকে দেখে তুমি বিস্মিত না হয়ে থাকতে পারনি হয়ত। 

মনে পরে তোমার সেই দিন আমার সারাটা দিন কেটেছিল টেলিভিশনের পর্দায়।

ঠিক সন্ধ্যায় যখন মোয়াজ্জিনের আজানের ধ্বনি চারদিকে ছড়িয়ে পরেছিল, তুমি তখন জায়নামাজে দাঁড়িয়ে। 

এদিকে তোমার মা রাতের আহারের পস্তুত করিতেছেন। 

তোমার প্রার্থনা শেষ হলে আমরা সকলে একসাথে খাবারের পর্ব শেষ করলাম।

যখন ঘড়ির কাঁটায় রাত সাড়ে আটটা তখন তুমি আর আমি এক বিছানায়

তুমি উত্তর পাশে আমি দক্ষিণ পাশে 

তোমার পরনের সালোয়ার আর হলুদ রঙের প্লাজু আমাকে মুগ্ধ করেছিল এমনকি ওড়না বিহীন মুগ্ধতা আমায় মাতাল করেছিল।

তখন অনুভব করতে পেরেছি আমার প্রেমযমুনায় তুমি বাসিতেছিলে 

আমাকে কাছে টানতে চেয়েছিলে। 

মনে পরে তোমার,সেই রাতে চোখে চোখ রেখে আমি অনেকক্ষন তাকিয়ে ছিলাম তোমার দিকে

যার জন্য তুমি রাগান্বিত হয়ে জানালার কপাট লাগিয়েছিলে 

আর কপাটের ধাক্কা লেগেছিল আমার কপালে। তখন আমি যতটা আঘাত পেয়েছিলাম মনে হয়ছিল তার চেয়ে বেশি আঘাত পেয়েছিলে তুমি।

Comments

    Please login to post comment. Login