অনেকদিন পর রাসেল ভাইয়ের সাথে দেখা। সাথে আমার বন্ধু সুজন। ভাই যথারীতি অনেক খুশি হলেন। একসাথে আড্ডা দিলাম, চা খেলাম। রাসেল ভাই এর ইসলামি নানা বিষয়ে যে জ্ঞান, বরাবরই সেটার ভক্ত আমি।
সুজন নতুন বিয়ে করেছে। আমি স্বভাবসুলভ ওর শালীকে নিয়ে মজা করলাম।
বললাম, "ভাই। আজকাল তো সে বউ রেখে শালী নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়"
সুজন নিজেকে ডিফেন্ড করে বললো,"আরে ভাই। সে তো আমার ছোট বোনের মতো, ছোট বোনই বলতে পারেন।"
রাসেল ভাই তো দিলেন একটা ধমক,"কিসের কি কস? শালী আবার বোন হয় কিভাবে?"
সুজন উত্তর দিলো,"ওকে আমি আমার ছোট বোনের দৃষ্টিতেই দেখি ভাই।"
ভাই ভাই বললেন,"এখানেই যত সমস্যা। এটাই বাঙ্গালির বাংলা সিনেমা ইফেক্ট, শালী বোনের মতো আর ভাবি মায়ের মতো।"
আমি বললাম,"এটার মধ্যে আবার সমস্যার কি দেখলেন, ভাই?"
আমি আপাতত কিছু না বলে মনোযোগ দিয়ে শুনছিলাম, এটাই ভালো ছিলো।
ভাই বললেন,"তোরা মনে হয় বেশি পরিমাণে বাঙলা সিনেমা দেখছোস। ভাবি আর শালী কোনটাই মাহারাম না এটা জানোস না? কেমনে মিলাইবি?"
এবার আমরা দুজনই আটকে গেছি।
ভাই বললেন,"আগামীকাল, আল্লাহ না করুক, তোর ভাইয়ের কিছু হয়ে গেলে বা তোর ভাই কোন কারণে ছেড়ে দিলে ভাবিকে তুই বিয়ে করতে পারবি। আবার, আল্লাহ না করুক, বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে বা মারা গেলে শালীকে বিয়ে করতে পারবি।"
সুজন বললো,"কিন্তু ভাই। আপনি আমাকে বলেন, কয়জন ব্যক্তি শালীকে আর ভাবিকে বিয়ে করে?"
ভাই বললেন,"সমস্যা তো অন্য জায়গায়। সেটা আরো গভীরে। এটা আমাদের ভারতীয় উপমহাদেশেই পাবি। এখানে প্রথমে ভাবি মায়ের মতোই থাকে। তারপর অন্য দিকে যায়। যেসব পরিবারে ভাই বিদেশ থাকে, সেখানে তো পরিস্থিতি আরো ভয়াবহ। মান ইজ্জতের ভয়ে কেউ সামনে আনেনা এসব।"
আমি মজা পাচ্ছিলাম। তাই বললাম,"আর শালী?"
ভাই বললেন,"শালী তো প্রথমে ছোট বোনের মতোই থাকে। তারপর হাতাহাতি, এরপর এসব সম্পর্ক নিচের দিকেই নামতে থাকে।"
সুজন বললো,"আপনি যেভাবে বলছেন, ভাবি আর শালীর সাথে কি প্রয়োজনের সময়েও কথা বলা যাবেনা? যদি হাসপাতাল বা অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে?"
ভাই বললেন,"সেটা তো আমি মানা করছিনা। প্রয়োজনের বিষয়ে কারো দ্বিমত থাকবেনা। আমারও নেই। তবে, কেউ যদি ভাবিকে বা শালীকে নিয়ে সারাদিন ঘুর ঘুর করে, তখন সেটা আর স্বাভাবিক থাকেনা। শয়তান ঢুকে পড়ে তাদের মাঝে।"
আমি বললাম,"ভাই। ভাবিকে মা আর শালীকে বোনের জায়গা দিলে সমস্যা কি? মুসলিম হিসেবে তো সবাই ভাই-বোন। "
ভাই উত্তর দিলেন,"কারণ আমাদের সমাজে এই দুটি সম্পর্ক থেকে খুব সহজেই অনেক ব্যভিচারের সূচনা হয়৷ তাই সময় থাকতেই সাবধান।"
চলে আসবো, এমন সময় সুজন আবার ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করলো,"তাহলে তাদেরকে কিসের চোখে দেখবো, ভাই?"
ভাই বললেন,"ভাবিকে ভাবির জায়গাতেই রাখবি। আর শালীকে তার জায়গাতেই রাখবি। তাদের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু সেটা সম্মান ও মর্যাদার। তাদেরকে তাদের অবস্থানে রেখেই সম্মান করবি। বেশি উপরে উঠিয়ে যদি আবার নিচে নামিয়ে ফেলিস সেটা ভালো কিছুই হয়না।"
11
View